রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ২০:১৭

ছেংগারচরে প্রয়াত দিপু চৌধুরীর শোকসভা ও নির্বাচনী পথসভা

নির্বাচন হচ্ছে ঈদ উৎসব, এই উৎসবে দলমত নির্বিশেষে সবাই নৌকায় দিন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

নির্বাচন হচ্ছে ঈদ উৎসব, এই উৎসবে দলমত নির্বিশেষে সবাই নৌকায় দিন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
মাহবুব আলম লাভলু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনা উপলক্ষে পথসভা ও প্রয়াত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়মীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, নির্বাচন হচ্ছে ঈদ উৎসব। এই উৎসবে দলমত নির্বিশেষে সবাই নৌকায় দিন। কেউ কষ্টে থাকুক সেটা আমি চাইনা। সবাই যাতে ভালো থাকে সেজন্য কাজ করতে হবে। আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মালা সবাই গলায় পরবো।

তিনি আরোও বলেন,নৌকা স্বাধীনতার প্রতিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে নৌকার জন্য কাজ করতে হবে এবং বিজয়ী করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।নমতলব উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ঘাঁটি । নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।

ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্ত্বে ও সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, বর্তমান মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়মীলীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ১নং ওয়ার্ড কাউন্সিলর সবুজ মিয়া।

পরে প্রয়াত দিপু চৌধুরীর জন্য মিলাদ মাহফিল ও দোয়া করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়