প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৭
কলাকান্দা ইউনিয়নে প্রয়াত দিপু চৌধুরীর জন্য মিলাদ ও দোয়া
দিপু চৌধুরীর রাজনৈতিক চলাফেরায় কাজে কর্মে সব কিছুতেই ছিল মতলবের উন্নয়ন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। দিপু চৌধুরীর রাজনৈতিক চলাফেরায় কাজে কর্মে সব কিছুতেই ছিল মতলবের উন্নয়ন। সে সব সময় মতলবের উন্নয়নে চিন্তা করতো।আপনারা যে দিপু চৌধুরীকে এতো ভালোবাসেন তার প্রমান বহুবার দেখিয়েছেন। তার জানাজা এবং বিভিন্ন শোক সভায় হাজার জনতা উপস্থিত হয়ে আমাদের ঋনি করে যাচ্ছেন।
|আরো খবর
১৫ ডিসেম্বর ( শুক্রবার)বিকেলে মতলব উত্তর উপজেলার মিলারচরে কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার উদ্যোগে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দিপুর সপ্ন ছিল মতলবকে মিনি সিংগাপুর করা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার ছেলের সপ্ন আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করবো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমানের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক গোলাম কাদের মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বিনা। আওয়ামী লীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগ নেতা আবু জাফর, ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি দুলাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক অলিউল্লাহ।
দিপু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর হ্রদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২রা ডিসেম্বর মারা যান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক পারভীন শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখনসহ অন্যান্য নেতাকর্মীরা।