শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১৮:৫২

হাজীগঞ্জে ট্রেড লাইসেন্স নবায়নের দাবিতে মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জে ট্রেড লাইসেন্স নবায়নের দাবিতে  মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন

হাজীগঞ্জে পৌরসভার ট্রেড লাইসেন্স নবায়নের দাবিতে ধেররা বাজার মৎস্য ব্যবাায়ীরা মানববন্ধন করেছে। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে ধেররা বাজারের মৎস্য আড়ৎ এর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ধেররা মৎস্য আড়ৎ ব্যবসায়ীদের ব্যানারে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ধেররা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়া বেপারী, সহসভাপতি নির্মূল চন্দ্র দাস, আনিছুর রহমান, রিয়াজ হোসেন।

ওই সময় সহসাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুকুমার চন্দ্র দাস, কোষাধ্যক্ষ লক্ষী কান্ত দাস, সদস্য শাহদাৎ হোসেন, শুনীল সরকার, নীল কান্ত দাস, শাহআলম বেপারী, রহমত উল্ল্যাহ, রাজীব দাস, শুধাংশ দাস, শাহীন মিয়া, কৃষ্ণা দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ বছর পৌর কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স নবায়ন বন্ধ করে দেয়। বৈধ ব্যবসার স্বার্থে পৌর মেয়র মহোদয় যেন ধেররা বাজার মৎস্য ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, এই বাজার নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত ভবিষ্যতে যে রায় দিবে আমরা মেনে নেব। তবে এরপূর্বে ব্যবসা রক্ষার্থে আমরা অনতিবিলম্বে ট্রেড লাইসেন্স পেতে মেয়রের সুদৃষ্টি কামনা করছি। জানা যায়, ধেররা বাজারে ২৩টি মৎস আড়ৎ আছে । আড়ৎ গুলোতে প্রায় ৫শতাধিক লোকের কর্মসংস্থান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়