প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ২১:৩৫
ছেংগারচর পৌর সভায় নৌকার প্রার্থী উঠান বৈঠক
প্রথম শ্রেণী পৌরসভার নাগরিক সুবিধা প্রদান করা হবে- মেয়র প্রার্থী আরিফ উল্ল্যাহ সরকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকারের (নৌকা মার্কার) পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করা হয়েছে।
|আরো খবর
বুধবার (১১ জুলাই) সকালে ঠাকুরচর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো: আরিফ উল্ল্যাহ সরকার। এ সময় বক্তব্য রাখেন শামসুদ্দিন, পৌর সভার সাবেক কমিশনার সোহরাব হোসেন, শামীমা সুলতানা,পারভীন আক্তার প্রমূখ।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো: আরিফ উল্ল্যাহ সরকার বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিকরা তৃতীয় শ্রেণির পৌর সভার সুযোগ সুবিধাও পায়নি। পৌর সভার রাস্তা গুলো জনদুর্ভোগ পরিণত হয়েছে। আপনার আপনাদের মূল্যবান ভোট দিয়ে বঙ্গবন্ধুর নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে নির্বাচিত করেন তাহলে আর কোন দুর্ভোগ থাকবে না।
তিনি আরোও বলেন আমি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবো। সকল মানুষকে সাথে নিয়ে অগ্রাধিকার বৃত্তিতে পৌরবাসীর সমস্যা গুলো সমাধান করবো। প্রথম শ্রেণী পৌরসভার নাগরিক হিসেবে যে সুবিধা গুলো পাওয়া কথা সে সুবিধা প্রদান করা হবে।
তিনি বলেন আওয়ামী লীগের সরকার মানুষের উন্নয়নের সরকার। মানুষের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আপনারা সভায় নৌকা মার্কা ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইস্পাত বাংলাদেশ গড়ার সুযোগ করে দিবেন।