সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ২০:৪১

ছেংগারচর পৌর সভায় নৌকার পক্ষে গণসংযোগ

মাহবুব আলম লাভলু
ছেংগারচর পৌর সভায় নৌকার পক্ষে গণসংযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকারের (নৌকা মার্কার) পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) সারা দিন আওয়ামী লীগের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক,উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর - ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: মিজানুর রহমান(এসি মিজান)।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য আলীনূর বেপারি, যুবলীগ নেতা মুরাদ হোসেন, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর,পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, যুবলীগ নেতা হারুন, কাউছার আলম,ছাত্রলীগ নেতা রাজিবসহ মহিলা আ'লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সাংবাদিকদের বলেন মো:মিজানুর রহমান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। ছেংগারচর পৌরসভার উন্নয়নে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।

তিনি আরোও বলেন নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা। নৌকা জয়লাভ করলেই উন্নয়ন হয়। আপনারা ছেংগারচরবাসী যদি উন্নয়ন চান তাহলে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। আগামী ১৭ জুলাই সবাই একটি করে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আমি শতভাগ আশাবাদী ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার জয় হবে।

তিনি আরো বলেন, নৌকার মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষিত, মার্জিত, ভদ্র ও সৎ ব্যাক্তি। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

পক্ষান্তরে নূরুল হক সরকার বিএনপির বহিষ্কৃত নেতা।সে একসময় আ'লীগ ও জাতীয় পাটি করতো। সে সুবিধাবাদী লোক। তার অত্যাচারে পৌরবাসী অতিষ্ঠ, এটা সবাই জানে। তাকে কেউ ভোট দিবে না।

আপনারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আরিফ উল্লাহকে বিজয়ী করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়