প্রকাশ : ০১ মে ২০২৩, ২০:০৪
চাঁদপুরে মহান মে দিবসে শ্রমিক লীগের আলোচনা সভা
শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এক থাকতে হবে : সুজিত রায় নন্দী
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু মে দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। শ্রম ছাড়া উৎপাদন সম্ভব নয়। তাই আজকে তারই কন্যা শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন শ্রমিক বান্ধব সরকার। শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে সরকার সব সময় আন্তরিক। আজকের শ্লোগান মালিক শ্রমিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি।আপনারা জানেন এক সময় মালিকরা শ্রমিকদের মজুরি দিয়ে চাইতো না। শ্রমিকদের বুঝতে হবে আমার অধিকারটা কি। গতকাল ১ মে মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
|আরো খবর
এ সময় তিনি আরো বলেন, মে দিবস হলো শ্রমিকদদের অধিকার আদায়ের দিবস। আপনারা জানেন বঙ্গবন্ধু বলেছিল আমি প্রধানমন্ত্রীত্ব চাই না এদেশের মানুষের অধিকার চাই। আওয়ামী লীগ ত্যাগের সংগঠন ভোগের সংগঠন নয়। সামনে নির্বাচন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বিভেদ ভূলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এক থাকতে হবে। যারা স্বার্থের জন্য রাজনীতি করে এমন লোকের আমাদের দলে কোন প্রয়োজন নেই। পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। বাংলাদেশ কোন বিছিন্ন কিছু নয়। নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন হবে। আজকে দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে আওয়ামী লীগ আরেকটি হচ্ছে এন্টি আওয়ামী লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের (ওহিদ) পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন,পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, চাঁদপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম, শ্রমিকলীগ নেতা টিপু দেওয়ান।