রবিবার, ১০ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৫০

অভিমানে আত্মহত্যার পথ বেছে নিলেন আওয়ামী লীগ নেতা সুমন

ফরিদগঞ্জ ব্যুরো
অভিমানে আত্মহত্যার পথ বেছে নিলেন আওয়ামী লীগ নেতা সুমন

ওয়ার্ড আওায়ামী লীগের সেক্রেটারী হয়েও পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিয়ে বিজয়ী হতে পারেন নি। রাজনীতি, পারিবারিক টানাপোড়েনসহ নানা কারণে জর্জরিত ছিলেন তিনি। ফলে নিজের সাথে আর পেরে উঠতে না পেরে বিষপান করে স্বেচ্ছায় মৃত্যু তথা আত্মহননের পথ বেছে নিলেন ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মোস্তফা কামাল সুমন (৩৫)। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোস্তফা কামাল সুমন ফরিদগঞ্জ পৌরসভা এলাকার খুরুমখালী গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ সন্তানের জনক। শিক্ষা জীবন থেকে সুমন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি এলাকাতে সমাজসেবার সাথেও সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী। কিন্তু রাজনীতি, পারিবারিক টানাপোড়েনসহ নানা কারণে তিনি পৌর নির্বাচনের পর থেকে বিপর্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এমনটাই মনে করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোস্তফা কামাল সুমনের মৃত্যুর খবরে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়