প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০
২০০৪ সালের এইদিনে চাঁদপুর সদরের গুলিশায় ৪০ দিন পর কবর থেকে মোস্তফা (২২)-এর লাশ উত্তোলন করা হয়।
২০০৬ সালের এইদিনে শাহরাস্তির আয়নাতলী বাজারে চায়ের দোকানী মোঃ ইসমাইল খুন হন।
২০১১ সালের এইদিনে হাইমচরের ঈশানবালায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় জেলে নৌকাডুবিতে ৪জন আহত ও রুবেল প্রধানীয়া (১৬) নামে এক জেলে নিখোঁজ হয়। একইদিনে হাজীগঞ্জের নেছারাবাদ ছালেহীয়া ফাযিল মাদ্রাসার ছাত্র মোঃ মাঈন উদ্দিন বেপারী (১৬) কে প্রেমের ঘটনায় গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
২০১২ সালের এইদিনে ফরিদগঞ্জের কড়ৈতলী গাজী বাড়িতে গাছ থেকে পড়ে শাহাদাত হোসেন (২৪) নামে এক যুবক মারা যান।
২০১৪ সালের এইদিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর ঈদগাহের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র হাসান (৯) নিহত হয়।
২০১৫ সালের এইদিনে মতলব দক্ষিণের নাগদা পল্লী বিদ্যুৎ সাবস্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম বেপারীর মেয়ে ঈশা মনি (৫) নিহত হয়।
২০১৭ সালের এইদিনে শাহরাস্তির বানিয়াচোঁ গ্রামের ইঞ্জিনিয়ার খন্দকার মোঃ শাহপরানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।
২০১৮ সালের এইদিনে মতলব দক্ষিণের উপাদী উত্তর এলাকার সেলিম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হন। একইদিনে চাঁদপুর সদরের পশ্চিম রামদাসদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল খান (৩৭) নামে এক ব্যক্তি মারা যান। অপরদিকে ফরিদগঞ্জের পূর্ব গোবিন্দপুর গ্রামের আবু সাঈদ ওরফে লাল বাদশা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হন।
২০২১ সালের এইদিনে হাজীগঞ্জে ধর্ষণের শিকার হওয়া নারীকে উদ্ধার করে পুলিশের পুরস্কার পেয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক।