মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০

ডাক্তারের আপাত ভুল যেখানে
অনলাইন ডেস্ক

গাইনী চিকিৎসক ডাঃ শামসুন্নাহার তানিয়ার ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে বলে শনিবার চাঁদপুরের অধিকাংশ দৈনিকে ফলাও করে খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো তদন্ত প্রতিবেদনের আলোকে নয়, অভিযোগের আলোকে সংবাদটি পরিবেশিত হয়েছে। গত ৮ অক্টোবর শুক্রবার চাঁদপুর শহরের নূতনবাজার এলাকাস্থ আল-আমিন হাসপাতালের অপারশেন থিয়েটারে রাহিমা বেগম (২২) নামে উক্ত প্রসূতির মৃত্যু ঘটেছে বলে সংবাদে উল্লেখ করা হয়।

সংবাদে রাহিমার স্বামী মনির হোসেনের যে বক্তব্য যুক্ত হয়েছে, সেটি হচ্ছে : আমার স্ত্রী প্রায় দু বছর ধরে ডাঃ শামসুন্নাহার তানিয়ার চিকিৎসা-তত্ত্বাবধানে ছিলো। সেই সূত্রে তার সিজারিয়ান অপারেশনের দায়িত্ব ডাঃ তানিয়াই নেন। এ ডাক্তারের কথানুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্ত্রীকে আল-আমিন হাসপাতাল (প্রাঃ) লিঃ-এ ভর্তি করাই। ৮ অক্টোবর শুক্রবার দুপুরে তাকে অপারেশন থিয়েটার (ওটি)-এ নেয়া হয়। কিছুক্ষণ পর সেখান থেকে কন্যা সন্তান হয়েছে বলেও জানানো হয়। তবে প্রায় ১ ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও আমার স্ত্রী কেমন আছে কিংবা সুস্থ আছে কিনা জানতে পারিনি। পরে আমি জোর করে অপারেশন থিয়েটারে প্রবেশ করি। তখন আমাকে বলা হয়, আমার স্ত্রী মারা গেছে। অপারেশন করে ডাঃ তানিয়া চলে গেলেও হাসপাতালের কেউ মৃত্যুর বিষয়ে আমাদেরকে কিছু জানায়নি।

রাহিমার মৃত্যু তার সন্তানের প্রসবজনিত জটিলতায় হয়েছে, না ডাঃ শামসুন্নাহার তানিয়ার ভুল চিকিৎসায় হয়েছে সে ব্যাপারে স্পষ্টত কিছু আপাতত বলা যাচ্ছে না। যদি রাহিমার প্রসবজনিত মারাত্মক জটিলতা থাকতো, তাহলে ডাঃ তানিয়া অবশ্যই তার স্বামীকে জানানো উচিত ছিলো। এ জটিলতা নিরসনে ডাঃ তানিয়া তার অপারগতা না ঢেকে অন্য কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে রেফার করতে পারতেন। কিন্তু তিনি সেটি না করে যদি রাহিমার সিজারিয়ান অপারেশনের ঝুঁকি নিয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই ভুল করেছেন। আর ভুল যদি করেও থাকেন, তাহলে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সেটি রাহিমার স্বামীকে দ্রুত জানানোর ব্যবস্থা করতে পারতেন। অথচ সেটি তিনি করেন নি, বরং এক প্রকার সটকে পড়েছেন।

রাহিমার মৃত্যুর জন্যে গাইনী চিকিৎসক ডাঃ তানিয়ার ভুল চিকিৎসা, না অজ্ঞান করার ডাক্তারের কোনো ভুল কিংবা অন্য কারো ভুল দায়ী-সেটা ভেবে দেখবার যথেষ্ট অবকাশ রয়েছে। রাহিমার মৃত্যুতে কোথাও মামলা হোক কিংবা আপস হোক অর্থাৎ যেটাই হোক, আমরা মনে করি এ মৃত্যুর কারণ নির্ণয়ে জেলা স্বাস্থ্য বিভাগ তথা সিভিল সার্জন কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হোক এবং সে তদন্তের রিপোর্ট প্রকাশ করা হোক। এর ফলে ভবিষ্যতে এমন মৃত্যু কমানো যাবে বলে আমাদের ধারণা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়