রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ মে ২০২৫, ২১:৩৯

মাহবুবুর রহমান শাহীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য মনোনীত

গোলাম মোস্তফা
মাহবুবুর রহমান শাহীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের  সদস্য মনোনীত

চাঁদপুরের কৃতী সন্তান, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাচিত দুবারের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার ( ৩ মে ২০২৫) সকালে ঢাকাস্থ বাংলাদেশ ক্রীড়া পরিষদ কমপ্লেক্সের ২য় তলার হলরুমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আমিনুল হকের সভাপতিিত্বে অনুষ্ঠিত উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক মো. আ. সালাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, সদ্য ঘোষিত মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

এই আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে দেশের সকল জেলার ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনক্রমে ৪৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। উল্লেখ্য, উক্ত সংগঠনে চাঁদপুর জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে মাহবুবুর রহমান শাহীন সদস্য নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়