প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৭:৩৬
গোয়েন্দা রিপোর্ট: খালেদার ফ্লাইটে নিরাপত্তা ঝুঁকি, ক্রু পরিবর্তন

খালেদা জিয়ার ফ্লাইট থেকে কেবিন ক্রু সরিয়ে দেওয়ার ঘটনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন। তাঁর ফ্লাইটে দায়িত্ব পালনের কথা ছিল দুই কেবিন ক্রুর—আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোনের। তবে, নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তাঁদের ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট ২ মে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক ও বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে। তবে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে কসমিক ও বিপোনের নাম বাতিল করা হয়।
তাঁদের পরিবর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আল কুবরুন নাহার কসমিক নিয়মিত শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। তাঁর বিরুদ্ধে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ ও একাধিকবার গ্রাউন্ডেড হওয়ার রেকর্ড রয়েছে।
অপরদিকে, কামরুল ইসলাম বিপোন আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনুষ্ঠানে সক্রিয় ছিলেন, যেমন ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে ফুটবল ম্যাচ আয়োজন, এবং শেখ রাসেল দিবস পালন।
সিদ্ধান্তটি খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হলেও এতে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। বিমানের পক্ষ থেকে এটি স্বাভাবিক প্রক্রিয়া বলা হলেও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই তা হয়েছে।
উপসংহার:
এই ঘটনা বিমানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাবের বিষয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।