প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০
জরুরি চাহিদায় যথার্থ সাড়া

ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট্রের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা পেলো নতুন বাস। ১৭ মার্চ রোববার সকালে কলেজ ক্যাম্পাসে নতুন বাসটির কার্যক্রম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাগণ বাসে বসে ও ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সরকারি কলেজের ইতিহাসে শিক্ষার্থীরা প্রথম বাস পায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে। তারপর দু’যুগেরও অধিক সময় ধরে এই বাসটি চলে আসছে চাঁদপুর জেলার পূর্বাঞ্চলীয় শিক্ষার্থীদের পরিবহনে। ইতঃমধ্যে বাসটি জরাজীর্ণতায় আক্রান্ত হয়েছে। প্রায়শই বৈকল্য ও মেরামতজনিত কারণে বাসটির চলাচল বন্ধ থাকে। আর চাঁদপুর-লাকসাম রেলপথে নেই কোনো লোকাল বা কমিউটার ট্রেন এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেই লোকাল বাস। সেজন্যে কলেজ-বাস বন্ধ থাকলে পূর্বাঞ্চলীয় শিক্ষার্থীদের সুলভে ও নিরাপদে যাতায়াতের বিকল্প ব্যবস্থা থাকে না। তাদেরকে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সিএনজি অটোরিকশায় যাতায়াত করতে হয়।
এমতাবস্থায় কলেজটির জন্যে আরেকটি বাসের জরুরি প্রয়োজন অনুভূত হচ্ছিল এবং দাবিও উত্থাপিত হয়ে আসছিল গত ক'বছর ধরে। চাঁদপুর সদর আসনের এমপি ডাঃ দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে এই দাবি জোরালো হয়। তিনি কলেজের অনেক মূল্যবান চাহিদা পূরণ করতে পারলেও নিশ্চয়ই সরকারের কোনো সীমাবদ্ধতাহেতু বাসের চাহিদা পূরণ করতে পারেন নি। তবে তিনি শিক্ষার্থীদের হতাশ করেন নি। তিনি তাঁর শ্রদ্ধেয় বাবার নামে প্রতিষ্ঠিত ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট থেকে একটি বাস উপহার প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁর শিক্ষামন্ত্রীর দায়িত্বপালনকালে সে বাসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও সমাজকল্যাণমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বগ্রহণের স্বল্প সময়ের মধ্যে সেটি সম্পন্ন করেন। এজন্যে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীর দিনটিকে বেছে নেন। আমরা এজন্যে তাঁকে এবং ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টকে ধন্যবাদ জানাই, কেননা তাঁরা চাঁদপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি (বিশ্ববিদ্যালয়) কলেজের জরুরি চাহিদা পূরণে স্মরণীয় দিনে যথার্থ সাড়া প্রদান করেছেন।