প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:৩৯
ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট
নোয়াখালীর কবিরহাটে দুঃসাহসিক হামলা, গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন হোসনে আরা বেগম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
|আরো খবর
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানসিঁড়ি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে।
আহত হোসনে আরা বেগম স্থানীয় আওয়ামী লীগ নেতা, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা।
ভুক্তভোগীর ছেলে মাইন উদ্দিন জানান, “মঙ্গলবার সন্ধ্যায় আমার মা একা ঘরে ছিলেন। আমি বাইরে ছিলাম এবং আমার স্ত্রী চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা আমার মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার দুটি কান ছিঁড়ে শরীর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং বিছানার নিচে রাখা সাড়ে তিন লাখ টাকা লুট করে নেয়।”
তিনি আরও বলেন, “পরে আমার ভাতিজা সালমান এসে দেখে, তার দাদি রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়।”
মাইন উদ্দিন দাবি করেন, “এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ডাকাতি।”
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী নারী সব সময় স্বর্ণালঙ্কার পরিধান করতেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চুরির সময় তাকে চিনে ফেলায় গুরুতর জখম করেছে।”
ওসি আরও জানান, “এটি বড় ধরনের ডাকাতি নয়, বরং ২-১ জন ব্যক্তি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।” পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
ডিসিকে/এমজেডএইচ