প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২১:৪৯
চাঁদপুরে ঢাবিয়ান' উদযাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে 'চাঁদপুরে ঢাবিয়ান'-এর উদ্যোগে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদপুরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'চাঁদপুরের ঢাবিয়ান'-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার।
|আরো খবর
- নিম্নমানের পণ্য তৈরির অবৈধ কারখানা শনাক্ত, ৫০ হাজার টাকা জরিমানা
- প্রসাদ বিতরণ ও পূজার মধ্যে না রেখে ধর্মের বাণী কী ছিল নতুন প্রজন্মের সামনে সেটা আলোচনা করতে হবে ---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
- রোটারী ক্লাবগুলো নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্যে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে ........রোটারিয়ান এম আতাউর রহমান পীর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'চাঁদপুরে ঢাবিয়ানে'র উপদেষ্টা ও চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। কেক কেটে এই দিনটি উদযাপন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, মো. আব্দুল্লাহ হীল বাকী ও কোহিনুর বেগম,
কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুজ্জামান,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর,
কোষাধ্যক্ষ মো. মাসুদ আলমসহ ঢাবিয়ানের অন্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, সংস্কৃতি এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।