মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৮:৪১

মতলব দক্ষিণে বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব দক্ষিণে বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
মতলব দক্ষিণে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া ও ওয়াহেদুজ্জামান গং। সোমবার (৩০ জুন ২০২৫) রাতে তাঁর নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে

ওয়াহেদুজ্জামান গং দাবি করেন, দলিল দাতাগণ অভিযোগকারী জামাল গংয়ের নিকটাত্মীয় ও ওয়ারিশ। তাদের প্রয়োজনে প্রাপ্ত হিস্যা মোতাবেক আপোষ বন্টন মতে ১০ দাগে মোট ত্রিশ দশমিক বিশ (৩০.২০) শতাংশ জমি খরিদ করেন ওয়াহেদুজ্জামান, সোনিয়া আনোয়ার ও আয়েশা আক্তার দোলন। যার দলিল নং ৩৮১৭ এবং খারিজ খতিয়ান নং ১৭১৪। এই দলিল ও নামজারি খতিয়ানের ওপর মিথ্যা ও বানোয়াট আপত্তি করেন মৃত তাফাজ্জল হোসেনের ছেলে জামাল ও কামাল হোসেন গং।

তিনি আরো বলেন, আমরা মৃত হাজেরা বেগমের ওয়ারিশগণের নিকট হতে প্রাপ্ত হিস্যা মোতাবেক সম্পত্তি খরিদ করেছি। খরিদ ও নামজারি খতিয়ান মোতাবেক জমিতে দখলে আছি।

তিনি আরো বলেন, গত শনিবার জামাল ও কামাল হোসেন গংয়ের অনুমতিতে আমাদের খরিদকৃত জায়গা জাল ও বাঁশবেড়ায় সংরক্ষণ করি। এ সময়ে জামাল বাঁশের আঁটিতে পড়ে কঞ্চির আঘাতে নিজে নিজে জখম হয়ে হয়রানির উদ্দেশ্যে মতলব দক্ষিণ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগের সঠিক ও সুষ্ঠু তদন্ত প্রার্থনা করেন।

ওয়াহিদুজ্জানের শ্বশুর বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আনোয়ার হোসেন ভুইয়া বলেন, জামাল হোসেন গংয়ের অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্তে ন্যায়বিচার প্রার্থনা করেন। তিনি ওয়াহেদুজ্জামান গংয়ের খরিদকৃত সম্পত্তির দলিল ও খারিজ খতিয়ানের বৈধতার ওপর সঠিক আলোচনা করে ত্রিশ দশমিক বিশ (৩০.২০) শতাংশ জমি দখল ও সংরক্ষণে রয়েছেন বলে জানান । উপস্থিত সংবাদকর্মীদের খরিদকৃত জমির দলিল ও নামজারির কাগজ ফর্দে ফর্দে বুঝিয়ে দেখান তিনি।

তিনি আরো বলেন, কামাল গং যে ৬ জনের নাম উল্লেখ করে মতলব দক্ষিণ থানায় অভিযোগ করেছে, অভিযুক্ত কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলো না। এমনকি ঐ সময়ে মারামারির কোনো ঘটনাও ঘটেনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দুলাল শেখ, রানা প্রধান, নবীর হোসেন, আরিফ কাজি, জাহাঙ্গীর মৃধা, শাহিন, নুরুজ্জামান বেপারীসহ এলাকার গণ্যমান্য আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়