প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৮:৫৭
শাহরাস্তিতে জাতীয় ফল মেলা

'দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই' স্লোগানকে সামনে রেখে জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শাহরাস্তি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ধরনের দেশীয় ফলের সমাহার ঘটে এই ফল মেলায়। উপজেলার প্রান্তিক কৃষকদের উৎপাদিত দেশীয় ফল দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে পড়েন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা আক্তার দেশীয় ফলের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি জানান, প্রায় সকল ধরনের দেশীয় ফল এখন শাহরাস্তিতে উৎপাদিত হচ্ছে। যে কোনো সমস্যায় সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ।
ফল প্রদর্শনী শেষে অতিথিবৃন্দ দেশীয় ফলের স্বাদ গ্রহণ করেন। উপস্থিত সকলেই দেশীয় ফলের গুণাগুণ ও উৎপাদনের কলাকৌশল জানতে ব্যাকুল হয়ে পড়েন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, ডা. সরোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা শাহজাহান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুল আমিন, খাদ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।