রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিটি যাত্রীবাহী নৌযানে নিজস্ব উদ্ধারকর্মী বা ডুবুরি থাকা প্রয়োজন

অনলাইন ডেস্ক
প্রতিটি যাত্রীবাহী নৌযানে নিজস্ব উদ্ধারকর্মী বা ডুবুরি থাকা প্রয়োজন

‘মেঘনায় নিখোঁজ লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার’-এটি গত বৃহস্পতিবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি সংবাদ শিরোনাম। এমন শিরোনামে প্রায়শই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। নৌপথে যাত্রীবাহী নৌযান চললেই পথিমধ্যে যাত্রী বা নৌযানে কর্মরত কেউ নদীতে পড়ে যাওয়াটা স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই স্বাভাবিকতা মোকাবেলায় নৌযানগুলোর মধ্যে উদ্ধার তৎপরতা চালানোর মতো ব্যবস্থা থাকে না বললেই চলে। নগণ্যসংখ্যক নৌযানে থাকলেও সেটার তাৎক্ষণিক প্রয়োগ যথাযথভাবে হয় না। ফলে নৌযান থেকে পড়ে যাওয়া মানুষ সৌভাগ্যক্রমে জেলেদের নৌকা বা অন্য কোনো ছোট নৌযানের মাধ্যমে উদ্ধার হয়, নয়তো নিখোঁজ হয়, পরে লাশ উদ্ধার হয় কিংবা সলিল সমাধি হয়।

মতলব উত্তরের মেঘনা নদীতে নিখোঁজ লঞ্চযাত্রী আশিকুর রহমানের (২৪) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। পরে মোহনপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত আশিকুর রহমান চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহআলমের ছেলে। মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশালের চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে চাঁদপুরের বাহাদুরপুর নামক স্থানে লঞ্চের পেছনে অজু করতে গিয়ে পড়ে যায় আশিক। এরপর ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

আমাদের দেশের যাত্রীবাহী নৌযানগুলো থেকে এভাবে প্রায়শই যাত্রী পড়ে যায়। কিন্তু নৌযানের পক্ষ থেকে উদ্ধারের প্রয়াস খুবই কম দেখা যায়। এটা হতে পারে না। আমরা মনে করি, প্রতিটি উন্নত যাত্রীবাহী নৌযানে প্রশিক্ষিত উদ্ধার কর্মী ও অতি প্রয়োজনীয় সরঞ্জাম কিংবা অভিজ্ঞ ডুবুরি থাকা প্রয়োজন। আর সাধারণ যাত্রীবাহী নৌযানে কর্মরত কর্মচারীদের উদ্ধার সংক্রান্ত দক্ষতা উন্নয়নে কিছু করা দরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়