প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সুনির্মল দেউরীর কাছে আরো প্রত্যাশা

‘হাজীগঞ্জে বিজ্ঞান মেলায় উদ্ভাবন-স্বীকৃতি পেলেন সুনির্মল দেউরী’-নিঃসন্দেহে এটা অনেক খুশির সংবাদ। কেননা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নগণ্যসংখ্যকই চাকুরির নির্দিষ্ট দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু করতে চান না। এমন বাস্তবতার বিপরীতে সুনির্মল দেউরী বিশেষ কিছু করে পেলেন পুরস্কার।
চাঁদপুর কণ্ঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সংবাদের বাইরে হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল সুনির্মল দেউরীকে নিয়ে করেছেন বিশেষ প্রতিবেদন। এতে তিনি লিখেছেন, হাজীগঞ্জে অনুষ্ঠিত ৪৫তম বিজ্ঞান মেলায় বিশেষ গ্রুপে সেরা উদ্ভাবনের স্বীকৃতি অর্জন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করে তিনি প্রথম স্থান অর্জন করেন। এদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিশেষ গ্রুপে তিনি তার উদ্ভাবিত ‘এডুকেশন ম্যানেজমেন্ট অ্যাপ হাজীগঞ্জ (ইএমএএইচ)’ উপস্থাপন করে এ স্বীকৃতি অর্জন করেন।
মেলা শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের হাতে থেকে পুরস্কার গ্রহণ করেন সুনির্মল দেউরী। পরে তিনি জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী তার নিজস্ব উদ্যোগ ও প্রচেষ্টায় ‘এডুকেশন ম্যানেজমেন্ট অ্যাপ হাজীগঞ্জ (ইএমএএইচ)’ নামক অ্যাপটি উদ্ভাবন করেন, যা গুগল প্লে-স্টোর থেকে অনায়াসে ডাউনলোড করে হাজার হাজার তথ্য সংগ্রহ করা সম্ভব। এই অ্যাপের মাধ্যমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল তথ্য পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, যাতায়াতের নির্দেশনাবলি, ওয়েবসাইট লিংক, মেইল, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং কমিটির পূর্ণাঙ্গ পরিচিতি, স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের ফোন নম্বর ও পরিচিতিসহ বিস্তারিত তথ্য। এছাড়া সর্বশেষ পাবলিক পরীক্ষার ফলাফল, উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের বিস্তারিত তথ্য, স্থানীয় সরকার, জেলা শিক্ষা অফিস, জেলা প্রশাসক, মাউশি কুমিল্লা অঞ্চলের বিস্তারিত বর্ণনাসহ বিভিন্ন বিষয় তুলে আনা হয়েছে অ্যাপসটিতে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষামূলক তথ্য পাওয়া যাবে, যা সময়ের সাথে সাথে নিয়মিত তথ্য পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনযোগ্য করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনির্মল দেউরী। এদিকে তার এ অর্জনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিচারকবৃন্দ, শিক্ষকম-লী, শিক্ষার্থীবৃন্দ ও সহকর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করার অনুরোধ জানান।
বিজ্ঞান মেলায় উদ্ভাবন-স্বীকৃতি পাওয়ায় আমরা হাজীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীকে অভিনন্দন জানাই। তিনি একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা হিসেবে শিক্ষক সমাজসহ সকল মহলে নিজের পরিচিতি নিশ্চিত করেছেন। একজন ভালো লেখক ও সুবক্তা হিসেবেও তাঁর কদর রয়েছে। তাঁর কাছ থেকে উদ্ভাবনীমূলক আরো কিছু প্রত্যাশা করছি, যেটি শুধু হাজীগঞ্জ উপজেলা নয়, পুরো জেলাকে সম্মানিত করবে। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।