শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সোলেমানের পেশার মহত্ত্ব

সোলেমানের পেশার মহত্ত্ব
অনলাইন ডেস্ক

মহৎ শব্দটির আভিধানিক অর্থ মহান, সৎ, উদার, উন্নত, শ্রেষ্ঠ ও উত্তম। ষাট বছর বয়সী মোঃ সোলেমান বেপারী নিজের পেশাটিকে মহৎই ভাবেন। তাহলে কি তার পেশাটি শিক্ষকতা কিংবা সাংবাদিকতা?-যে দুটি পেশাকে মানুষ সাধারণত মহৎ পেশা হিসেবেই ভাবে। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি, প্রথিতযশা সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী (বর্তমানে মরহুম) চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে বলেছেন, শুধু সাংবাদিকতা পেশা কেনো, কোনো পেশাই মহৎ হবে না যতক্ষণ পর্যন্ত না চারপাশের পরিবেশ মহৎ হবে।

সোলেমান বেপারীর চারপাশের পরিবেশ মহৎ নয়, তবুও তিনি নিজের পেশাটিকে মহৎই ভাবেন। ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের বাসিন্দা সোলেমান বেপারীর পেশা হচ্ছে রিকশা চালানো, অর্থাৎ তিনি একজন রিকশা চালক। তিনি তার রিকশায় মানুষের লাশ পরিবহনকে মহৎ পেশা হিসেবে ভেবে গত ৩০ বছর ধরে শুধু লাশই টানছেন। অনুমাননির্ভর হিসেবে তিনি জানিয়েছেন, গত তিন দশকে তিনি ৬ থেকে ৭ হাজার লাশ টেনেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সোলেমান আছেন বলে অপমৃত্যুর ও বেওয়ারিশ লাশ পরিবহন ও দাফনে কোনো সমস্যা নেই। যেখানে যখন দরকার তাকে ডাক দিলেই হাজির। এরপরে সোলেমানের মতো মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এ কাজে তার তেমন চাহিদাও নেই। যে যেমন পারে তাকে খুশি করার চেষ্টা করে। সোলেমান একজন ব্যতিক্রমী মানুষ। লাশ বহনে তার কোনো গড়িমসি নেই।

‘লাশ টানার কাজে মাসে কতো টাকা আয় হয়’ জানতে চাইলে সোলেমান বলেন, মানুষ যখন মারা যায় তখন স্বজনরা হয়ে যায় অসহায়। তাই লাশ বহনে দর কষাকষি না করে মানুষ খুশি মনে যা দেয়, সেটা নিয়েই আমি খুশি থাকি। এতে দেখা যায়, প্রতি মাসে গড়ে আয় হয় ৫ থেকে ৬ হাজার টাকা। অনেকেই আবার খুশি হয়ে বকশিশও দেয়।

সোলেমানকে পরম মমতায় মর্যাদার সাথে তুলে ধরার জন্যে গতকাল চাঁদপুর কণ্ঠে তাকে নিয়ে প্রতিবেদন লিখেছেন ফরিদগঞ্জের সিনিয়র সাংবাদিক এম.কে. মানিক পাঠান। পেশার বিচিত্রতা তুলে ধরার জন্যে তিনি নিছক এ প্রতিবেদন লিখেছেন, সেটি ভাবাটা যথার্থ হবে বলে আমরা মনে করছি না। বরং সোলেমানের পেশার মহত্ত্ব তুলে ধরতেই তিনি এমন প্রতিবেদন লিখেছেন। বিচিত্র অথচ মহৎ পেশার জন্যে সোলেমানকে পুলিশ সুপার মহোদয়, উপজেলা প্রশাসন কিংবা অন্য কেউ পুরস্কৃত করা উচিত, নয়তো তার জন্যে প্রণোদনামূলক কিছু করা উচিত-এটা আমাদের আন্তরিক অভিমত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়