বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯

মুন্সীগঞ্জে ১২ বোতল মদসহ আটক ৩ মাদক কারবারি জেলহাজতে

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জে ১২ বোতল মদসহ আটক ৩ মাদক কারবারি জেলহাজতে

মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ১২ বোতল বিদেশি মদসহ আটক তিন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন— পশ্চিম মুক্তারপুর এলাকার তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় হুমায়ুন কবিরের চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ।

পরে আটক তিনজনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা বলেন, “আসামিদের আদালতে আনা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।”

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়