প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২২:০৬
শ্রীমঙ্গলে ৫০ বোতল মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, রোববার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাবুবাজার এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালে সন্ধ্যার দিকে মাদকসহ একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় ৫০ বোতল মদ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর ৫ জানুয়ারি দুপুরে তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ








