বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪

চর্যাপদ সাহিত্য একাডেমীর শীতকালীন গিটার সন্ধ্যা

সূরের মূর্ছনায় মানুষের হৃদয় জয় করা যায় : অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন

স্টাফ রিপোর্টার
সূরের মূর্ছনায় মানুষের হৃদয় জয় করা যায় : অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন

শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে চর্যাপদ সাহিত্য একাডেমীর শীতকালীন গিটার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আয়েশা আক্তার রূপার সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সংস্কৃতি অনুরাগী রোটা. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চাঁদপুর সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত। চর্যাপদ সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা অ্যাড. রফিকুজ্জামান রনির সঞ্চালনায় শুরুতেই ফিতা কেটে উদ্বোধন করেন স্বপন সেনগুপ্তসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন বলেন, সূরের মূর্ছনায় মানুষের হৃদয় জয় করা যায়। চর্যাপদ সাহিত্য একাডেমীর ব্যতিক্রম আয়োজন বই বিতরণ কার্যক্রম। আমি এই সংগঠনের সফলতা কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, মৎস্যজীবী দলের নেতা আবদুল কাদের গাজী, অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, লেখক রোটাঃ উজ্জ্বল হোসাইন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, সিসিডিএ-এর চাঁদপুর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার, ওপেন আই-এর প্রতিষ্ঠাতা ইমরান শাকির, চর্যাপদ একাডেমির উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, গিটারসন্ধ্যা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফেরারী প্রিন্স, উদযাপন পরিষদের সদস্য সচিব জয়ন্তী ভৌমিক, প্রধান সমন্বয়কারী কামরুন্নাহার বিউটি, আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি। চাঁদপুর রোটারী ভবনে সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে তোলেন চট্টগ্রাম বেতারের গিটার শিল্পী অর্পণ বড়ুয়া, দিলীপ বড়ুয়া ও ঐশী ঘোষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়