প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১২:২০
বিচ্ছিন্ন উদ্যোগ, তবে বিশেষ কিছু--
নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে মতলব উত্তরের প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালিসহ আশপাশের সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করে। সরজমিনে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় বিভিন্ন স্কুলের কাব স্কাউট শিক্ষার্থীদের। তারা হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে রাস্তায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করে ব্যাগে ভরে নির্দিষ্ট ময়লার ভাগাড়ে ফেলেছে। উপজেলার ৩৬নং সাদুল্যাপুর সপ্রাবির কাব শিক্ষার্থী তনয়া হোসেন ফারিয়া জানায়, আজ আমরা কাব স্কাউট শিক্ষার্থীরা নিজের দায়িত্ব মনে করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সামাজিক কাজ শুরু করেছি। এখন থেকে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম চলমান থাকবে। সামাজিক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই। দক্ষিণ ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাব স্কাউট লিডার শ্যামল কুমার বাড়ৈ বলেন, মানসম্মত শিক্ষার জন্যে প্রয়োজন সুষ্ঠু ও নির্মল পরিবেশ। শিক্ষাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। কাব স্কাউট শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়।
আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমগুলো পরিচ্ছন্ন থাকে না। দেয়াল ও মেঝে তো নোংরা থাকেই, দেয়ালে লেখা থাকে বাজে কথা। আর শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ ভাগসহ পুরো আঙ্গিনা তো অপরিচ্ছন্ন থাকেই।পরিচ্ছন্ন কর্মীর অভাব ও শিক্ষার্থীদের পরিচ্ছন্ন মানসিকতার অভাবই এজন্যে যেমন দায়ী, তেমনি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের রুটিন ওয়ার্কের বাইরে বাড়তি কিছু করার মানসিকতার অভাবও দায়ী। ক'টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুলের বাগান ও গাছের ছায়া দেখা যায়? ক'টি শিক্ষা প্রতিষ্ঠানকে এক নজরে সুশোভিত মনে হয়? এসব প্রশ্নের জবাব খুব সন্তোষজনক নয়। এমন বাস্তবতায় যদি কাব স্কাউটরা বিদ্যালয় আঙ্গিনা সহ রাস্তা পরিষ্কারের জন্যে আনুষ্ঠানিক উদ্যোগ নেয়, সেটি বিচ্ছিন্ন হলেও বিশেষ কিছুই মনে হয়। এমনটি যদি মতলব উত্তরের ক'টি বিদ্যালয়ে না হয়ে পুরো উপজেলায় হয়, জেলা স্কাউটস-এর নির্দেশে পুরো জেলাব্যাপী হয়, তাহলে সেটি অনেক সাড়া জাগাতে সক্ষম হবে বলে আমরা মনে করি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর এই কথার মর্মার্থ আমরা কতোজন উপলব্ধির চেষ্টা করি? যদি অধিকাংশজন করতাম, তাহলে পরিচ্ছন্নতার ব্যাপক নমুনা আমরা দেখতে পেতাম। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ এতো বেশি চোখে পড়ে যে, পরিষ্কার-পরিচ্ছন্ন, গোছানো ও পরিপাটি কিছু দেখলেই সেটিকে দর্শনীয় বিষয়ে পরিণত করি আমরা। কিন্তু খুব কম লোকই অনুসরণের মানসিকতা পোষণ করি। অথচ এমন মানসিকতা পোষণ করলে একটি এলাকা হয়ে যায় আলোচিত, যেটি ওই এলাকাকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে বিরাট অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। মনে রাখতে হবে, ব্যাপক অবকাঠামোগত উন্নয়নই একটি এলাকার জন্যে সবকিছু নয়, পরিচ্ছন্ন থাকা ও চারপাশকে পরিচ্ছন্ন রাখার মানসিকতাই অনেক কিছু।