বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৯:৫৩

মুন স্পোর্টসের মালিকের মৃত্যুতে দোয়া মাহফিল

মুন স্পোর্টসের মালিকের মৃত্যুতে দোয়া মাহফিল
ঢাকার মুন স্পোর্টসের মালিক ইউসুফ খানের মৃত্যুতে রাজধানীর সমবায় টুইন টাওয়ার মার্কেট মসজিদে দোয়া মাহফিলে মোনাজাতরত ব্যবসায়ীবৃন্দ
অনলাইন ডেস্ক

ঢাকা নবাবপুর ও গুলিস্তান সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটের 'মুন স্পোর্টস'-এর মালিক, প্রবীণ ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইউসুফ খানের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বাদ যোহর সমবায় টুইন টাওয়ার মার্কেট মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু জাফর ও মাওঃ মোঃ আবুল কালাম।

দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সমবায় টুইন টাওয়ার মার্কেটের সেক্রেটারি দেওয়ান মোঃ নাসিরুল হক, মার্কেটের হল মার্কেট স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ মতিন বাবুল, সমবায় টুইন টাওয়ার মার্কেটের পরিচালক আব্দুল মতিন বাবুল ভূঁইয়া এবং পরিবারের পক্ষে মরহুমের ছেলে মহসিন খান।

দোয়া মাহফিলে বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এম আর শামিম, ট্রেড সেন্টার মার্কেট স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম জমাদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাশার মিলনসহ স্পোর্টস সামগ্রী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৫ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় ইউসুফ খান ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি.....রাজিউন )।

মোঃ ইউসুফ খানের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের খান বাড়ি।

বাংলাদেশের ক্রীড়া জগতের বিশিষ্ট স্পোর্টস ব্যবসায়ী ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। ইউসুফ খান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দুই ভাইয়ের এক ভাই চট্টগ্রামের বিশিষ্ট স্পোর্টস ব্যবসায়ী শামসুল হক খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়