বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৫:২০

সিঙ্গাপুরে ইমনের স্বজনবিহীন একাকী জীবন ভালো লাগে না

মো. জাকির হোসেন, সিঙ্গাপুর থেকে
সিঙ্গাপুরে ইমনের স্বজনবিহীন একাকী জীবন ভালো লাগে না

রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রিংক পান করছে ২২-২৪ বছরের যুবক । দেখে মনে হলো বাংলাদেশী। কাছে গিয়ে জিজ্ঞেস করে জানা গেলো বাড়ি তার কুমিল্লার মুরাদনগরে, নাম ইমন। সে এবং তার আরেক ভাই সিংগাপুরে থাকে। এক সময় তার বাবাও সিংগাপুরে থাকতেন। গত বছর তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। ইমন এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। ইমনরা ৩ ভাই ৩ বোন। মা বাড়িতে থাকেন। ইমন তার অর্জিত অর্থের প্রায় ৮০ হাজার টাকা মায়ের কাছে পাঠায়। মা একমাত্র দেশের অভিভাবক, তিনিই সবকিছু দেখাশোনা করেন। ইমন ৪ বছর হয় সিংগাপুরে এসেছে। সে সার্ভিস ক্যাটারিংয়ের কাজ করে কোম্পানিতে। তার মাসিক আয় ১লাখ ৩০ হাজার টাকা। যেহেতু তার বাবা সিংগাপুরে ছিলেন, তার কোনো আর্থিক সংকট ছিলো না। সে কেন পড়াশোনা করলো না জানতে চাইলে সে নিশ্চুপ থেকে। পড়াশোনা না করে বিদেশ আসার সিদ্ধান্তটি সঠিক কিনা জিজ্ঞাসা করলে সে বলে, না এটা ভুল সিদ্ধান্ত ছিলো। কারণ উচ্চ শিক্ষিত হয়ে অথবা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে যদি এই দেশে আসতো, তাহলে তার অবস্থান থাকতো অন্যরকম। সে এখন পড়াশোনা না করার অনুশোচনায় ভুগছে।সে এখনো অবিবাহিত। মা-বাবা-ভাই-বোন বিহীন একাকী জীবন তার ভালো লাগে না। কিন্তু এখন তার কিছুই করার নেই, সে নিরূপায়। মন চাইলেও এখন সম্ভব নয় দেশে ফিরা। যে পরিমাণ অর্থ সঞ্চয় করেছে, দেশে গিয়ে তা দিয়েও কিছু করা সম্ভব নয়। ইমনের সাথে দেখা শনিবার (৯ নভেম্বর ২০২৪) রাত সাড়ে আটটায়। জিজ্ঞেস করে জানা গেলো, অফিসিয়াল কাজের জন্যেই গাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে কল আসতে পারে। অবশেষে কাজের জন্যে কল এলো। কথা শেষ হতে না হতেই বিদায় নিয়ে চলে গেলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়