বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:১৮

ইতালিতে চাঁদপুর জেলা সমিতির বার্ষিক মিলনমেলা

জমির হোসেন, ইতালি থেকে
ইতালিতে চাঁদপুর জেলা সমিতির বার্ষিক মিলনমেলা

‘ইলিশের বাড়ি চাঁদপুর’ শ্লোগানে ইতালিতে বসবাসরত চাঁদপুর জেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও আনন্দ-উচ্ছ্বাসে চাঁদপুর জেলা সমিতি আয়োজিত এই মিলনমেলা সম্পন্ন হয়। সম্প্রতি রোমের বিশাল একটি পার্কে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজন করা হয় এই মিলনমেলা। দিনব্যাপী অনুষ্ঠান বেশি প্রাণবন্ত হয়ে উঠে রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সমিতির নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে।

মিলনমেলায় চাঁদপুর জেলা সমিতির নির্বাচিত সভাপতি নাছির উদ্দীন মানিক বলেন, গতানুগতিকের বাইরে ভিন্ন মনোরম পরিবেশে এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসে ব্যস্ততার মাঝে চেষ্টা করেছি সবাইকে বিনোদনে মাতিয়ে রাখতে। বিশ্বাস করি সবার ভাল লাগবে। আগামীতে আরও বড়ো পরিসরে আয়োজন করতে সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই।

সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন বলেন, চমৎকার একটি মিলনমেলা হয়েছে। প্রবাসে ব্যস্ততার মাঝে এ ধরনের অনুষ্ঠানে দেশের সংস্কৃতি প্রবাসে চর্চার বিশেষ একটি সুযোগ হয়, যা স্থানীয়দের মাঝে তুলে ধরা হয়। তিনি সকল আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক ও সমিতির সহ-সভাপতি খাজা আহমেদ বলেন, এটা আমাদের বার্ষিক মিলনমেলা, প্রতি বছর এ ধরনের আয়োজন আমরা করে থাকি। তবে আজকের আয়োজন সম্পূর্ণ ভিন্নভাবে করা হয়েছে। পরিবেশগত ভাবে চিন্তা করলেও সম্পূর্ণ আলাদা ইতালিয়ান পরিবেশে এর আগে এ রকম আয়োজন তেমন করা হয়নি। পার্কজুড়ে ইতালিয়ান পরিবার থাকায় সবাই আমাদের অনুষ্ঠানের দিকে একটু আলাদা নজর রাখতে দেখা গেছে। ভবিষ্যতে আরও পরিপাটি অনুষ্ঠানের আয়োজন করবো। সেজন্যে সবার সহযোগিতা কামনা করছি।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন বলেন, চাঁদপুর জেলা সমিতির আয়োজনে আজকের মিলন মেলা খুবই উপভোগ করার মতো। বিশেষ করে আমরা যারা পরিবার নিয়ে প্রবাসের মাটিতে বসবাস করি, তাদের জন্যে আজকের দিনটি বহুমাত্রিক আনন্দের দিন। যারা মিলনমেলায় উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। চাঁদপুর সমিতি এভাবেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। অনুষ্ঠানে হাঁড়ি ভাঙ্গা খেলায় শিশু-কিশোর নারী-পুরুষ সবার অংশগ্রহণে বিনোদনের কোনো কমতি ছিলো না।

অনুষ্ঠানের আরেক আয়োজক ও সদস্য মোয়াজ্জেম হোসেন মিয়াজী বলেন, ইতালিতে চাঁদপুর জেলা সমিতি ঐক্যের স্থান। যারা মিলনমেলায় উপস্থিত হয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা চেয়েছিলাম সুন্দর একটি পরিবেশে শৃঙ্খলা বজায় রেখে এ অনুষ্ঠান করতে। যদি কোথাও কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ভবিষ্যতে এ ভুলগুলো সামনে রেখে সংশোধন আনার চেষ্টা করবো। আমরা আপনাদের দোয়া ও সমর্থন আশা করছি। তিনি বলেন, চাঁদপুর জেলা সমিতি বরাবর ভদ্র-নম্র- সুশৃঙ্খল, এখানে কোনো দ্বিধা-বিভক্তি নেই। ভবিষ্যতেও যেনো চাঁদপুরবাসী একে অপরের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করতে পারি সেজন্যে দোয়া কামনা করছি।

মিলনমেলায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমিতির উপদেষ্টা আলী আযম, সভাপতি নাসির উদ্দীন মানিক, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি খাজা আহমেদ, জসিম উদ্দিন শিপলু, খায়রুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিক্রম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জনি, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা সম্পাদিকা ফারহানা মাহমুদা, মোহছেনা ইসলাম কণা প্রমুখ।

আপ্যায়নে ছিলেন শেখ সাদী ও মেহেদি হাসান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোয়াজ্জেম হোসেন মিয়াজী। এছাড়াও সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সমিতির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়