মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

জমির হোসেনের কবিতা
অনলাইন ডেস্ক

ঝঞ্ঝাট জীবন

ঝঞ্ঝাট জীবনে নিস্তব্ধ বেদনা

রক্তিম গোলাপের পরশে

শীতল হয় যতসব যন্ত্রণা।

প্রশান্তি নেই এ মনে

স্মৃতিরা উঁকি দেয় প্রতিক্ষণে।

ঠোঁটের মাঝে লুকানো কিছু কথা

পেরেক ঠুকে হৃদয় মাঝে

অভয়ারণ্যে ভয় সংকোচ

চলার গতি থমকে যায়

বিলীন হয় স্বপ্ন সঙ্গীর।

ভাল লাগে না

সূর্যাস্ত উদয়ের মতো

রূপ সৌন্দর্য পরিবর্তন

ভাল লাগার মাঝেই মন্দের আবির্ভাব শুকনো পাতার মত মরে যায় দেহ।

বন্যার প্রবল ¯্রােতে সব ভেসে যায়

অলৌকিক বাক ধারায় সৃষ্টির চিত্র।

শূন্যের মাঝে বসবাস ভয় নেই

জগৎ সংস্পর্শে চমকে উঠে হৃদয়।

নীরবে সময় চলে যায় কাঁপনে ঢাকে আত্মা

বিলাপ করে ভাল লাগে না

নিষ্ঠুরতার আবরণে জগতবাসী

অভিনয়ে সুচারু মানবজাতির ভালোবাসা।

দেহ চাই না

দেহ থাক না অখণ্ড

পিচ্ছিল স্বপ্নের মাঝে

বাস্তবে থেকো অনন্ত সময়

জীবনের অংশীদার হয়ে

মন পাবনের পাল তুলে।

এখনই তোমার কাছে

চাহিবার নাই যে কিছু

খালবিল তুচ্ছ আটলান্টিক

পাড়ি দিতে পারি তুমি চাইলে

সময়ের সাথে মিতালি গড়ে।

নীড়ে রাখবো সময় যাবে চলে

এত কাছে চাই তুমি সুন্দর

এ জগৎ নগণ্য তোমার কাছে

ভেবো না চুমুতে মিলে ভালোবাসা

অপেক্ষায় সুখ বসবাস করি

চলো একই ছাতার নিচে।

অদ্ভুত মানুষ

ললিতার ললনে বিক্ষুব্ধ জীবন

চন্দ্রিমার আগমনে একচিলতে প্রশান্তি

অবলার ব্যবহার অপ্রয়োজনে নারী

মানুষের হৃদয় জাগে প্লাবণে।

পুরুষ কাঁদে তার আচরণে

পর্দার ভেতরে কি যাদু

খোলস বদলে চোখ মেলে

কতশত মানুষ হয় প্রতারিত

অশান্তি তাই পৃথিবীর বুকে

শান্ত নীড় গর্জে অশান্তির বুক চিড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়