প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৫১
পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন আক্তারের মৃত্যুতে শোক
২৫ অক্টোবর রাত সাড়ে ৭টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন পাটোয়ারীর স্ত্রী নাসরিন আক্তার শিলা (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার সকালে নামাজে জানাজা শেষে দারোগা বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাবেদ আহম্মেদ সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমানসহ সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীগণ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাদ্দাম হোসেন পাটোয়ারীসহ অন্যরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, নাসরিন আক্তার শিলা দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।