শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২১:৪৮

আল্লামা মামুনুল হকের আগমনে চাঁদপুর শহরে মোটর শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ॥
আল্লামা মামুনুল হকের আগমনে চাঁদপুর শহরে মোটর শোভাযাত্রা
বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ ও আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে বুধবার শহরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ সফল করা এবং দলটির কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। ২৩ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রা বের হয়ে পুরো চাঁদপুর শহর এবং সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা এবং বিভিন্ন ইউনিটের শত শত নেতা-কর্মী অংশ নেন।

উল্লেখ্য, ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে আগামীকাল ২৫ অক্টোবর শুক্রবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা আবু সাঈদ ওমান। গণসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়