প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২৩:০৭
চাঁদপুরে হাসান আলী হাই স্কুল মাঠে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বক্তাগণ
মহানবীর আদর্শ বাস্তবায়ন হলে দেশের মানুষ ভালো থাকবে
|আরো খবর
সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যাপন পরিষদ ও যুব সমাজের উদ্যোগে চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে সিরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ৩টা থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর গাছতলা মাদ্রাসাতু ইশায়াতিল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, কুমিল্লা জামেয়া দারুল হুদা কমপ্লেক্সের মহাপরিচালক মাওলানা মোল্লা নাজিম উদ্দিন, ঢাকা নয়াপল্টন পিডব্লিউডি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সালাউদ্দিন চাঁদপুরী, দারুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সোহেল আহমেদ চিশতী প্রমুখ।
চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে ও চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল পরিবেশন করেন হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, মোহনা শিল্প গোষ্ঠীরসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাহফিলে বক্তারা বলেন, ইসলাম ধর্ম মানুষের কল্যাণে মানবতার কাজ করে। ইসলামে অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেয় না। ইসলামী হুকুমত না থাকায় দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। জনগণের টাকা কিরূপভাবে শোষণ করলে একজন পিওনও ৪০০ কোটি টাকার মালিক হয়। বক্তার আরো বলেন, নবীর আদর্শ সর্বোচ্চ বাস্তবায়ন হলে দেশের মানুষ ভালো থাকবে। নবীর সিরাতকে ভুলে যাওয়ায় আমাদের দুঃখ-দুর্দশা বেড়েই চলেছে। এ থেকে পরিত্রাণ পেতে কোরআনের শাসন কায়েম করতে সকলকেই নিরলস কাজ করতে হবে।