রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৮:২৪

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালো স্পেন প্রবাসীরা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালো স্পেন প্রবাসীরা
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী মনির হোসেন

চাঁদপুরের ফরিদগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যাণ্ড এলাকায় স্পেন প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিজন প্রতিবন্ধীর মাঝে নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী মনির হোসেন। বিএনপি নেতা নজরুল ইসলাম নজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী কামাল হোসেন সেলিম, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বেলায়েত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া,বাছির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু,পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।

আলোচনা শেষে আট শতাধিক বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীর মাঝে স্পেন পক্ষে নগদ অর্থ সহায়তা তুলেদেন অতিথিবৃন্দ। #

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়