প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ২১:৩০
মহানবী(সা.)কে নিয়ে কটুক্তি করায় শ্রীনগরের বীরতারা'য় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধারক নিতিশরানে কর্তৃক মহানবী (সা.) এর অবমাননার করা বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
৪ঠা অক্টোবর শুক্রবার বাদ আসর নামাজের পর মুন্সিগঞ্জ শ্রীনগর মজিদপুর দয়হাটা বাসস্ট্যান্ডে
তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি ছয়গাঁও, দয়হাটা থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে এসে সমবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তাফাজ্জুল হকএর সভাপতিত্বে,
মুফতি ইব্রাহিম সরদার এর সঞ্চালনায় ,
বক্তব্য রাখেন, বাইতুল আমান জামে মসজিদের খতিব গোলাম ইয়াছিন, মজিদপুর দয়হাটা বাইতুর রুম্মান মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ছয়গাঁও শাহী মসজিদের খতিব মুফতি মাওলানা আনিসুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, বীরতারা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক সবুর খান সহ শত শত নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে তাওহীদি জনতা ও বিপুল সংখ্যক নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মোনাজাত ও দোয়া করা হয়।
বক্তারা বলেন, ইসলাম ও মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না। ভারতীয় দোসরদের নানান ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো বাসস্ট্যান্ড এলাকা।
বক্তারা আরো বলেন,বাংলার মানুষ ভারতে লংমার্চ করতে প্রস্তুত আছে। মুসলিমরা কোনো প্রকার অপমান সহ্য করবে না।