বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১৮:৩৬

হাইমচরে প্রেসক্লাব কার্যালয় পুনরুদ্ধার করে দোয়া ও মিলাদের মাধ্যমে উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে প্রেসক্লাব কার্যালয় পুনরুদ্ধার করে দোয়া ও মিলাদের মাধ্যমে উদ্বোধন

হাইমচর উপজেলার সর্বস্তরের মানুষের চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত উপজেলা প্রেসক্লাব নতুনভাবে পথচলা শুরু করতে দোয়া ও মিলাদের মাধ্যমে হাইমচর প্রেসক্লাব কার্যালয় শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম শফিক।

১৯ আগষ্ট ২০২৪ সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যক্রম নতুনভাবে যাত্রা শুরুর প্রাক্কালে দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ। দোয়া শেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জানা যায়, ১৯৯৬ সালে হাইমচরে কর্মরত সাংবাদিকদের নিয়ে হাইমচর প্রেসক্লাব গঠন করা হয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন ভবনে অফিস ভাড়া নেওয়া হয়। ভাড়া অফিসে কার্যক্রম চলমান থাকা অবস্থায় নিজেদের অর্থে প্রেসক্লাবের জন্যে একখণ্ড জমিন ক্রয় করার উদ্যোগ গ্রহণ করা হয়। পরে তৎকালীন সাংসদ এস এ সুলতান টিটুর প্রোগ্রাম কাভারেজ করায় সাংবাদিকদের ২০ হাজার টাকা দেন তিনি। এরপর শেখ ফরিদ আহমেদ মানিক ২০ হাজার, মাহবুবুর রহমান শাহীন ২০ হাজার, চাঁদপুর আজিজ ব্রাদার্স এর পক্ষ থেকে ২০ হাজার টাকা মিলিয়ে মোট ৮০ হাজার টাকা জমা হয়। জমির মালিকের অনুদান ও ৮০ হাজার টাকা জমির মালিককে দিয়ে হাইমচর প্রেসক্লাবের জন্য একখণ্ড জমিন ক্রয় করা হয়। এরপর সেখানে ঘর নির্মাণ করে সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তখন এ প্রেসক্লাবে চারজন প্রতিষ্ঠাতা সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। পরে আরও জনের নাম যোগ করে হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা দাঁড়ায় ৬ জন।

কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন সময়ে অনেক অসাংবাদিককে সদস্য করে প্রেসক্লাবকে কলঙ্কিত করা হয়। কাউকে কাউকে আজীবন সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃবৃন্দদের সাধারণ সদস্য করে এক রাতেই হাইমচর প্রেসক্লাবের ২২ সদস্য থেকে সংখ্যা দাঁড়ায় ৬৬ জনে। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২০২১ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠাতা সদস্যসহ সর্বমোট ৮ জন প্রেসক্লাব সদস্য পদত্যাগ করেন। একইদিনে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রেসক্লাব, হাইমচর নামে নতুন প্রেসক্লাব তৈরি হয়। পরে একই বছর ডিসেম্বরে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।

গত ৫ আগষ্ট ২০২৪ সোমবার স্বৈরশাসক আওয়ামী সরকারের পতন হলে উৎসুক জনতা প্রেসক্লাব ভাংচুর করে। ক্ষিপ্ত জনতার হাত থেকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে উদ্ধার করে তালা দিয়ে রাখা হয়। পরে মেরামত কার্যক্রম শেষে ১৯ আগষ্ট নতুনভাবে দোয়া ও মিলাদের মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়