শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২০:৪৫

৩১ দফার বাস্তবায়ন হলেই এদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না

----সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী।।
৩১ দফার বাস্তবায়ন হলেই এদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আজ ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারাই সকলের আগে রাষ্ট্র সংস্কার চায়। আর জুলাই সনদের মূল কথা আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেই রয়েছে। তাই এই দফা এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে হবে। তার জন্যে আপনাদের সকলকে বিএনপির প্রতীক তথা আপামর জনগণের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তবেই এদেশে সুদিন ফিরে আসবে।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময়ে তিনি ওই ইউনিয়নের তুলাতুলি বাজার, আলোনিয়া গুদারাঘাট, মুক্তিযোদ্ধা চৌরাস্তা বাজার, ইসলামগঞ্জ বাজার, বেড়িবাজার, পশ্চিম সন্তোষপুর চকিদার বাড়ি পর্যন্ত এলাকার বিভিন্ন বাজারে ও বাড়ি বাড়ি সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, শাহাবুদ্দিন বাবুল, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএ টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান ভুট্টো পাঠান, বিএনপি নেতা হাবিবুর রহমান রুবেল, যুবদল নেতা পেয়ার আহমেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মানিক পাটোয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, বিএনপি নেতা শফিকুল ইসলাম স্বপন। এছাড়া চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান পাটোয়ারী, সুমন হাওলাদার, খোরশেদ আলম, সুজন মৃধা, ফারুক হোসেন, আনিসুর রহমান, জাহাঙ্গীর হাজী, জাবেদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়