শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

শ্রীমঙ্গলে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সভা

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে বিএনপি। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম ছিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সদস্য মকসুদ আলী, মশিউর রহমান রিপন, বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সদস্য সচিব টিটু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদ আহমেদ ও সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাকিব আলী, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা তাঁতী দলের সভাপতি সবুজ আহমেদ, পৌর তাঁতী দলের সভাপতি মঙ্গল মিয়া প্রমুখ। সভায় উপজেলা জাসাস নেতৃবৃন্দ ও উপজেলার নয়টি ইউনিয়ন বিএনপির আহবায়ক বৃন্দ, কালাপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়