শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৪৯

চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপর কালচারাল ফেস্টিভ্যাল

২৪ অক্টোবর ১৬ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ১৬ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দিকনির্দেশনায় ও অনুপ্রেরণায় চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল’ শিরোনামে ১৬ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব-২০২৫ চলছে।

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৯ অক্টোবর বিকেল ৪টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, জেলা মহিলা দলের আহ্বায়ক অ্যাড. মুনিরা চৌধুরী ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর বেগম পিপি। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মইনুদ্দিন লিটন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য ইখতিয়ার উদ্দিন শিশু।

১৬ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের কার্যক্রম চলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। এ উৎসবকে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে প্রধান উপদেষ্টা এবং সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমকে উপদেষ্টা করে ৩৫ সদস্য বিশিষ্ট উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।

এ পরিষদের সদস্যরা হলেন : আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান (সহ-সভাপতি, জেলা বিএনপি), যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান গাজী (সহ-সভাপতি, জেলা বিএনপি), সদস্য সচিব মইনুদ্দিন লিটন (সাংস্কৃতিক সংগঠক), যুগ্ম সচিব রূপালী চম্পক (সংগীত প্রশিক্ষক) ও রফিক আহমেদ মিন্টু (সংগীত প্রশিক্ষক), গোলাম মোস্তফা রতন (সাবেক সভাপতি, জাসাস, চাঁদপুর), কাজী মাইনুল হক জীবন (আহ্বায়ক, জেলা জাসাস), মোবারক হোসেন সিকদার (সদস্য সচিব, জেলা জাসাস), অ্যাড. মুনিরা চৌধুরী (সভাপতি, জেলা মহিলা দল), অ্যাড. কৌহিনুর বেগম, পিপি (জেলা আইন বিষয়ক সম্পাদক), অ্যাড. শিরিন সুলতানা মুক্তা (সাধারণ সম্পাদক, জেলা মহিলা দল), নাঈমা মোশারফ (সহ-সভাপতি, জেলা মহিলা দল), সেলিনা রহমান লিপি (সহ-সভাপতি, জেলা মহিলা দল), রুমা সরকার (নৃত্য প্রশিক্ষক), ইখতিয়ার উদ্দিন শিশু (সাংস্কৃতিক সংগঠক ও উপস্থাপক) ও তানিয়া ইসলাম (নারী উদ্যোক্তা)।

সম্মানিত সদস্যরা হলেন : জসিম উদ্দিন খান বাবুল (সহ-সভাপতি, জেলা বিএনপি), ইতু চক্রবর্তী (সংগীত শিল্পী), শুকদেব রায় (নাট্য সংগঠক), শহীদ পাটোয়ারী (নাট্য সংগঠক), অনিমা সেন চৌধুরী (নৃত্য প্রশিক্ষক), সোমা দত্ত (নৃত্য প্রশিক্ষক), মৃনাল সরকার (সংগীত প্রশিক্ষক), হাবিবুর রহমান হাবিব (নাট্য সংগঠক), অজিত দত্ত (চিত্রশিল্পী), অভিজিৎ রায় (চিত্রশিল্পী), এস. এম. সোহেল (ফটো সাংবাদিক) ও কামরুল ইসলাম (সাংবাদিক)। প্রধান সমন্বয়কারী শরীফ চৌধুরী (আহ্বায়ক, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র)। সমন্বয়কারী এম.আর ইসলাম বাবু (আবৃত্তি প্রশিক্ষক ও উপস্থাপক), শাওন পাটওয়ারী (সংগীতশিল্পী), হারুনুর রশিদ জাকির (যুগ্ম আহ্বায়ক, জেলা জাসাস), পিএম বিল্লাল হোসাইন (নাট্য সংগঠক) ও সিয়াম খান (নাট্য সংগঠক)।

১৬ দিনব্যাপী মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল সাংস্কৃতিক উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ‘কেমন চাঁদপুর চাই’ শিরোনামে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দর্শক ও জেলা বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে মুক্ত বৈঠক। এছাড়া রয়েছে রবীন্দ্র, নজরুল, লোকসংগীত ও দেশাত্মবোধক সংগীত, নৃত্য, একক অভিনয় ও দলীয় অভিনয়, আবৃত্তি ও ছবি আঁকা। প্রতিযোগিতার পাশাপাশি দর্শকদের অংশগ্রহণে রয়েছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এছাড়া থাকছে সংসদীয় বিতর্ক, সেমিনার, স্বদেশী পোশাকে পুরুষ প্রতিযোগিতা, রান্না ও কুইজ প্রতিযোগিতা। উৎসবে সান্ধ্যকালীন সময়ে রয়েছে চাঁদপুরের সেরা ২৫টি সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১০টি নাট্যদলের নাটক। উৎসব কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসনের আয়োজনে ১৭ অক্টোবর সন্ধ্যায় লালনের ওপর বিশেষ আলোচনা ও সংগীতানুষ্ঠান।

২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উৎসব উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি থাকবেন উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। সঞ্চালনায় থাকবেন উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী।

সাংস্কৃতিক উৎসব-২০২৫, চাঁদপুর-এর নির্বাহী সদস্য শহীদ পাটোয়ারী লিখিত এক বার্তায় উপরোল্লিখিত তথ্যসমূহ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়