প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৪৬
দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব চন্ডিপুলস্থ কার্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি এম আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দালের পরিচালনায় বৈঠকে ত্রৈমাসিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ ও ইউনিয়ন শাখাসমূহের অবশিষ্ট ওয়ার্ড শাখাগুলো যথাশীঘ্র পুনর্গঠনের তাগিদ দেওয়া হয়।
বৈঠকে উপজেলা শাখা মজলিসের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ত্রৈমাসিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন শাখাসমূহের অবশিষ্ট ওয়ার্ড শাখাগুলো যথাশীঘ্র পুনর্গঠনের তাগিদ, চলমান কার্যক্রমসমূহের গতিশীলতা বৃদ্ধি সহ যুগোপযোগী প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
মাসিক বৈঠকে দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।