প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২০:৫৭
চাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
লালন হলেন সমাজ সংস্কারক
----------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা (লালন দর্শন) এবং সাংস্কৃতিক অনুষ্ঠান (লালন সন্ধ্যা) অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচক ছিলেন সাংস্কৃতিক সংগঠক মঈনুদ্দিন লিটন এবং কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।
অ্যাড. ইখতিয়ার উদ্দিন শিশু ও সাংবাদিক এমআর ইসলাম বাবু যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সুধীবৃন্দ, শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও লালন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লালন হলেন সমাজ সংস্কারক। গানে, সুরে ও বাণীতে মানবতার বয়ান করে গেছেন তিনি। সেটাও প্রায় দু শ' বছর আগে। তিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তাঁর গান রচনা করেছেন। যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।