বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৩:৫৫

শেকৃবিতে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
শেকৃবিতে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে রাত সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের তিনটি কক্ষে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আগুনে পুড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসে বিতরণের উদ্দেশে কক্ষগুলোতে মজুত রাখা বেশকিছু নতুন ফার্নিচার, ল্যাব ক্লাসরুমের আসবাবপত্র, কক্ষগুলোর টিন। আগুনের তাপে জানালার কাচ ভেঙে পড়ে পার্শ্ববর্তী নবনির্মিত ভেটেরিনারি ক্লিনিকের।

জানা যায়, মুজাহিদুল নামে এক আনসার সদস্য ৯৯৯-এ কল করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ১০টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই উপস্থিত হয়ে দেখি যে রুমে আগুনের সূত্রপাত সেখান থেকে পাশের রুমে ছড়িয়েছে। আমাদের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মূলত কাঠের আসবাবপত্র থাকায় আগুনের মাত্রা তীব্র হয়েছিল। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত প্রয়োজন।

শেকৃবি প্রক্টর ড. হারুন অর রশীদ বলেন, আমরা এসে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। এটা যেহেতু সরকারি সম্পত্তি, এ বিষয়ে দ্রুতই তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়