প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১
ইতালিতে বাংলাদেশীদের তুষার ভ্রমণ
রাজধানী রোম থেকে তুষার ভ্রমন করেছেন বাংলাদেশিরা। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে ওইদিন জড়ো হয়েছেন মনতে আমিয়াতা সিয়েনায়।
|আরো খবর
রোববার ১২ ফেব্রুয়ারী মেঘদূত এর ১১তম আয়োজনে স্থানীয় সময় সকাল আটটায় যাত্রা শুরু করে দুটি বাস। বাসের মধ্যে গান বাজনায় সবাই হৈ-হুল্লোড় করে বিনোদনে মেতে উঠে। বাস চলার পথিমধ্যে একটি অটো গ্রিলে সকালের নাস্তা সম্পন্ন করা হয়। পরে আনুমানিক সকাল সাড়ে দশটায় আবার গন্তব্যের উদ্দেশে রওনা করলে প্রায় একটায় গন্তব্যে পৌঁছে। দিনব্যাপি প্রাকৃতিক বরফের সৌন্দর্য উপভোগ করে প্রবাসী বাংলাদেশিরা বেশ আনন্দের উল্লাসে মেতে উঠেন। এ যেন বিদেশের মাটিতে একখন্ড স্বদেশ ভূমি। শুভ্রতুষারে চারিদিকে ধবধবে সাদা দেখা গেছে, তুষারের উপর পথচলা বাড়তি আনন্দ যোগায় উপস্থিতিদের। মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে প্রকৃতির সৌন্দর্য তুষার দেখতে মেঘদূত এর আয়োজনে রোম ও এর আশেপাশের এলাকা থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সের নরনারী। জানা গেছে, দুটি বাসে একশ বিশ জনের মত ভ্রমণ পিয়াসু যাত্রী ছিলেন। আনন্দঘন যাত্রার আয়োজক মেঘদূত এর কর্ণধার ও শতরুপা মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন মোল্লা বলেন,সিয়েনা চমৎকার একটি এলাকা বিশেষ করে তুষারের আবরণে গাছপালা সবই সাদা দেখা যায়। রোম থেকে আমরা যারা এসেছি সত্যি খুব আনন্দ উপভোগ করছি। প্রকৃতির বিরল দৃষ্টান্ত একে আছে শুভ্র সাদায়। তিনি বলেন,মনতে আমিয়াতা সিয়েনা কেউ আসলে ক্রস না দেখতে না গেলে মন ভোলানো প্রকৃতির মনোরম দৃশ্য অবিশিষ্ট থেকে যাবে। দুই ইউরোর বিনিময়ে ক্যাবল কারের মাধ্যমে সেখানে যেতে হয়। যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ শ মিটার। সেখান থেকে প্রকৃতিকে খুব কাছ হতে দেখা যায়। ক্লান্তির পর স্বস্তি চলে আসে।
ওই এলাকায় সাত বছর ধরে বসবাস করেন শেখ মাসুম নামে এক বাংলাদেশি তিনি বলেন, এখানে আসলে সবার মন ভালো হয়ে যায়। রাতভর তুষার পরে চারিদিক ধবধবে সাদা হয়ে যায়। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে শতশত পর্যটন আসেন সিয়েনায়।এখানে আসলে প্রকৃতির রূপ সৌন্দর্য মন ভাল করে দেয়।