মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ০০:১৯

শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহরাস্তি উপজেলার আনন্দপুর গ্রামে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু মুনতাহার মৃত্যু হয়েছে। ২৪ জুলাই শনিবার বিকেল ৩ টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের মোঃ আব্দুল আউয়ালের একমাত্র কন্যা মুনতাহা বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলার ছলে সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন বিভিন্নস্থানে খুঁজার একপর্যায়ে শিশুটির লাশ বাড়ির পুকুরে ভেসে উঠলে দেখতে পায় তারা ।

ওই সময় তারা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই দিন রাত ১০ টায় মুনতাহার জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। শিশুটির মৃত্যুতে তার পরিবার আত্মীয়-স্বজন ও এলাকার মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়