প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ২০:৫৭
হাজীগঞ্জের মমিনুল হক মালয়েশিয়ায় মারা গেছেন
হাজীগঞ্জের মমিনুল হক মজুমদার টিটু (৪৫) নামের এক রেমিট্যান্স যোদ্ধা মালয়েশিয়ায় মারা গেছেন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় তিনি মালয়েশিয়ার ডেরাঙ্গানু নামক এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ওই এলাকার ভবন নির্মাণ কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।
|আরো খবর
নিহত মমিনুল হক মজুমদার টিটু হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে ছোট। নিহতের দেশে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ২০১৪ সাল থেকে মালয়েশিয়ায় ভবন নির্মাণ সংক্রান্ত কাজ করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মমিনুল হক মজমুদার টিটু গত রোববার সকালে মালয়েশিয়ার ডেরঙ্গানু এলাকায় নির্মাণ সংক্রান্ত কাজ করতে যান। সেখানে কাজ করাবস্থায় একটি পিলারের লোহার ফরমা তার শরীরের উপর পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। পরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
মমিনুল হক মজুমদার টিটুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার কলেজ পড়ুয়া মেয়ে রাফা ইসলাম ও মাদ্রাসা পড়ুয়া ছেলে সাইফুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন। স্ত্রী হাসিনা স্বামী শোকে বার বার মুর্ছা যাচ্ছেন। এ সময় তার মরদেহ দেশে আন তে সরকারের প্রতি আকুতি জানান পরিবার ও এলাকার লোকজন।