বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৪২

শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রেসক্লাবের আলোচনা সভা

বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করেছিলেন : বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ

বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করেছিলেন : বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ
অনলাইন ডেস্ক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, চাঁদপুরের শেখ কামাল খ্যাত মুনির আহমেদ। তিনি দীর্ঘ প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বগাঁথা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তাঁর দীর্ঘ আলোচনায় শুধু চাঁদপুরই নয়, দেশের বিভিন্ন জেলার মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বলেন, বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করেছিলেন। তাঁরা তাঁদের লিখনি, বুদ্ধি, পরামর্শ ও পরিকল্পনায় মুক্তিযুদ্ধ আপামর জনতার যুদ্ধ তথা জনযুদ্ধে পরিণত হয়েছিল। বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের আলোকবর্তিকা, বাতিঘর। বাঙালিদের মেধাশূন্য করার জন্যে এবং তারা যাতে পথের দিশা না পায়, সে হীন উদ্দেশ্যে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। পাকিস্তানিদের দোসর রাজাকার, আল বদর, আল শামসরা বুদ্ধিজীবী হত্যার নীলনকশা করে এবং বাস্তবায়নও করে।

তিনি বলেন, ২৫ মার্চ থেকেই বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। আর ১৪ ডিসেম্বর গণহারে হত্যা করা হয় এবং এদিন বুদ্ধিজীবীদের ধরে নিয়ে ঢাকার রায়েরবাজারে গণহারে হত্যা করা হয়। এজন্য সে জায়গাটি বদ্ধভূমি আর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মুনির আহমেদ বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে এ জাতিকে যে মেধাশূন্য করা হয়েছিল, সে শূন্যতা থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুমসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়