প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩
এই লিংক রোডটি শহরের যানজট নিরসনে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
ছায়াবাণী রেলওয়ে সিএসডি লিংক রোডের উদ্বোধন

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের সাথে সংযোগ রক্ষা করে ছায়াবাণী রেলওয়ে সিএসডি লিংক রোড নামক নতুন রাস্তাটির উদ্বোধন করা হয়েছে। ফুলেল ফিতা কেটে রোডটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি রোডের পাশে বৃক্ষরোপণ করেন।
|আরো খবর
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এটি একটি পাড়া-মহল্লার রাস্তা হলেও শহরের মধ্যবর্তী স্থানে। শহরের যানজট নিরসনে এই রোডটি ভূমিকা রাখবে। এই রাস্তা চাঁদপুর শহরের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতানসহ নতুন বাজার, ইচলী ও ঢালীর ঘাট যাতায়াতের সহজ মাধ্যম। তাই এই রাস্তার পাশে কোনো দোকান দেয়া যাবে না। প্রয়োজনে হাঁটা ও চলাচলের জন্যে ফুটপাথ করা হবে। এতে সাধারণ মানুষের দুর্ঘটনা ও দুর্ভোগ পোহাতে হবে না। নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
এ সময় তিনি স্থানীয় এলাকাবাসীর অনুরোধে দীর্ঘদিনের বেহাল অবস্থায় থাকা প্রতাপ সাহা রোডের আবহাওয়া অধিদপ্তরের রাস্তাটি প্রশস্ত ও সংস্কারের দাবিতে রাস্তাটি পরিদর্শন করতে গিয়ে বলেন, আপনারা সকলে মিলে রাস্তা চাচ্ছেন, তার আগে আপনারা এলাকাবাসী আবহাওয়া অফিসের রাস্তা ছেড়ে একমত হোন। আমরা প্রশাসন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলি আর পৌরসভা পরিকল্পনা গ্রহণ করুক, তারপর দীর্ঘদিনের দাবি পূরণ করা সম্ভব হবে।লিংক রোডটি উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয় এবং রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া, নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, নবাগত শহর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন, নক্সাকার মুহাম্মদ জাহিদ হোসাইন খান, প্রধান সহকারী মুহাম্মদ জিল্লুর রহমান, এসেসর মো. আসাদুজ্জামান, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, পানি সরবরাহ শাখার বিল ক্লার্ক আ. বাতেন মিয়াজী, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো. শাহজাহান খান ও ঠিকাদার ফারুক আখন্দসহ চাঁদপুর পৌরসভার সকল কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসী।