প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮
ঠেকায় কে?
নিলয় মাসুদ
নিলয় মাসুদ ঠেকায় কে?
টাকা গেলো, চান্দা গেলো
পাথর এবং টাকা গেলো
গেল উড়াল চাকা
সেটাও তারা খেয়ে দিলো
বিমান হলো ফাঁকা
দেশটা আঁকাবাকা!আর কি কি বাকি আছে
চুরি কিংবা ডাকাতির
ভালো মানুষ রইলো না আর
দেশটা এখন হারামির!সব লুটেরার কাজটা একই
ভোলটা শুধু পাল্টে যায়
দেশটা বিক্রির সুযোগ খুঁজে
যদি কেউ তা না ঠেকায়!