শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯

আমি থাকবো না

খাদিজা তাসনীম

খাদিজা তাসনীম আমি থাকবো না

এক স্নিগ্ধ সকালে,

রোদের জ্বলন্ত আলোয়

প্রকৃতি আলোকিত হবে—

কিন্তু আমি থাকবো না।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে,

চাঁদ মামা উঁকি দিবে,

জোছনাময় রাত নেমে আসবে—

কিন্তু আমি থাকবো না।

শীতের পর বসন্ত এসে,

ফুলে ফুলে ভরে উঠবে পৃথিবী,

পদচারণায় রঙিন হয়ে যাবে পথ—

কিন্তু আমি থাকবো না।

বর্ষা ঝরে, জোছনা ছড়াবে,

পৃথিবী আগের মতোই থাকবে—

“বর্ষার ছোঁয়া অনুভব করতে আমি থাকবো না,

জোছনার আলো দেখতেও আমি থাকবো না।”

এই নির্মম সত্য মেনে নেওয়া হলো—

একদিন আমি থাকবো না।

আমার ছোঁয়া শূন্যে ভেসে যাবে,

আমার ছায়া আঁধারে গলে যাবে।

কেউ খুঁজে পাবে না আমার পদচিহ্ন,

কেউ শুনবে না আমার নিঃশ্বাসের সুর।

আমি থাকবো শুধু স্মৃতিতে,

একটি নিঃশব্দ গল্প হয়ে—

যা কখনো শেষ হবে না,

কিন্তু আমায় আর দেখা যাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়