রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৮:১৪

চাঁদপুরে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কাজ করছেন সদর মডেল থানা পুলিশ

গোলাম মোস্তফা
চাঁদপুরে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কাজ করছেন সদর মডেল থানা পুলিশ

করোনা মোকেবেলায় সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার লক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে মডেল থানা পুলিশ।

জানা যায়, লকডাউন শুরুর পূর্ব থেকেই জনসচেতনতায় কখনো কমিউনিটি পুলিশিং,বিট পুলিশিং অথবা কোনো সামাজিক সংগঠনের ব্যানারে করোনা মোকেবেলায় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা, মাস্ক বিতরণ ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদপুরে কাজ করে যাচ্ছেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদের দিক নির্দেশনায় বেশ ক'টি গ্রুপে বিভক্ত হয়ে তাদের এ কার্যক্রম চলমান রয়েছে। রোদ-বৃষ্টি-ঝড়-তুফান, দিবা কিংবা রাএি বন্ধ নেই, তাদের কার্যক্রম।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের প্রথম দিন থেকেই জেলা শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ টীমের মাধ্যমে চলছে তাদের কার্যক্রম। প্রথম দিন থেকে আজ ৩ জুলাই লক ডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

আজ ৩ জুলাই চাঁদপুর শহরে ঘুরে দেখা যায়, মডেল থানার বিভিন্ন ফোর্সের পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ নিজেই সঙ্গীয় ফোর্সসহ শহরের বিভিন্ন স্থানে গিয়ে নিজ হাতে হ্যান্ড মাইক দিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন। তিনি জনগণকে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনে নিজের পরিবারের, দেশ ও জাতিকে রক্ষায় সকলকে সহযোগিতা করার আহবান জানান। পাশাপাশি মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে সকলকে অনুরোধ জানান। একই ভাবে অযথা ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন।

এ বিষয়ে কথা হলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ বলেন, সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা আমাদের পুলিশ সুপার মিলন মাহমুদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করছি। জনগণকে সচেতন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলার প্রতিটি চেকপোস্ট, গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সড়কে পুলিশ অবস্থান রয়েছে। অযথা যানবাহন ও সর্বসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখছে পুলিশ সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়