প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:৩৮
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে ফয়েজ আহম্মেদের যোগদান

চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন ফয়েজ আহম্মেদ। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে চাঁদপুর সদর মডেল থানার
|আরো খবর
ফয়েজ আহম্মেদ ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৭ বছর চাকরির পর ২০২২ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি কয়েকটি থানায় ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশের পেশাগত দায়িত্ব পালনে তিনি শরীয়তপুর জেলার সখিপুর, যমুনা সেতু পূর্ব থানা, ওসি ডিবি, ফরিদপুর সদর থানা, ময়মনসিংহ ও শিবপুরে দায়িত্ব পালন শেষে চাঁদপুর সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
চাঁদপুরে যোগদানের পর দায়িত্ব নিয়ে ফয়েজ আহম্মেদ সদর উপজেলাবাসীসহ সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি আমার দায়িত্বকালীন সময়ে সদর উপজেলাবাসীর জানমালের নিরাপত্তায় যেনো সঠিকভাবে কাজ করতে পারি সেজন্যে সকলের সহযোগিতা চাই। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলাবাসী যে কোনো সমস্যায় সদর মডেল থানাকে অবহিত করার জন্যও অনুরোধ জানান।
এদিকে বিদায়ী অফিসার ইনচার্জ মো. বাহার মিয়াকে ঢাকা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে।
ডিসিকে / এমজেডএইচ








