সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১:৪৭

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস সংক্রান্ত আয়োজনে সাংবাদিকরা সক্রিয় ভূমিকা পালন করবেন ----------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চৌধুরী ইয়াসিন ইকরাম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস সংক্রান্ত  আয়োজনে সাংবাদিকরা সক্রিয় ভূমিকা পালন করবেন ----------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালন উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা অবহিতকরণের লক্ষ্যে চাঁদপুর জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে ১৪ জুলাই থেকে। বিগত দিনে আপনারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন। একই সাথে প্রশাসনের কাজগুলো আপনাদের গণমাধ্যমে প্রকাশ করে আমাদের সহযোগিতা করেছেন। এবারও সার্বিক সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করি।

অনুষ্ঠানমালা সম্পর্কে তিনি জানান, ১৪ জুলাই সকালে আহতদের স্মরণার্থে শহিদ মিনার সংলগ্ন স্থানে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ স্থাপন করবো। ১৬ জুলাই স্ট্রিট মেমোরি স্ট্যান্ড পালিত হবে। যিনি যে জায়গাতে শহিদ হয়েছেন সেই জায়গাতে একটি স্তম্ভ হবে। হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে স্ট্রিট মেমোরি স্ট্যান্ড হবে। ১৮ জুলাই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। শহিদ পরিবার ও আহতদের সবার সামনে রেখে এই ম্যারাথন করবো। ১৯ জুলাই জেলায় যত শহিদ হয়েছেন, জেলায় ততটি বৃক্ষরোপণ করা হবে। আমরা শহিদদের কবরের পাশে কিছু বৃক্ষরোপণ করবো। ২১ জুলাই কওমি মাদ্রাসাসহ সকল মাদ্রাসার ছাত্র-ছাত্রী নিয়ে দোয়া অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২৪ রংয়ের গ্রাফিতি করা হবে। ২৮ জুলাই সকল চিকিৎসকসহ সংশ্লিষ্টদের নিয়ে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই জেলার সকল কলেজে জুলাই আন্দোলন নিয়ে অনুষ্ঠান করা হবে। ৩৩ জুলাই বা ২ আগস্ট পরিবারের মায়েদের নিয়ে একটি অভিভাবক সমাবেশ করা হবে। ৩৫ জুলাই বা ৪ আগস্ট শিল্পকলা একাডেমিতে সকল সম্মুখযোদ্ধাকে নিয়ে অনুষ্ঠান করা হবে। যেখানে স্মৃতিচারণসহ অন্যান্য কর্মসূচি থাকবে।

৩৬ জুলাই বা ৫ আগস্ট সকাল ৯টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবো। এছাড়া আমাদের আরো প্রোগ্রাম থাকবে। সেক্ষেত্রে প্রশাসনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেয়া হবে।

আয়োজনগুলোতে সাংবাদিকরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার, ইকবাল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্য সাংবাদিক। সভায় বিভিন্ন পত্রিকার সম্পাদক, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়