প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৫
মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর শহরের বিশিষ্ট মুদ্রণ ও প্যাকেজিং ব্যবসায়ী পুরাণবাজার মাস্টার প্রিন্টার্সের পরিচালক মোঃ শাহজাহান ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর গ্রামের বাড়ি সদর উপজেলার বাগাদী ভূঁইয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে বেলা ১২:১০ মিনিটের সময় দেশ-মাতৃকার অতন্দ্র প্রহরী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া (বেসামরিক গেজেট নং ২৩৪) এর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন এবং মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। এর আগে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
|আরো খবর
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মরহুম মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার দুই ছেলে শুভ ও সাজ্জাদ ভূঁইয়াকে সান্তনা দেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেল সোয়া চারটার সময় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, ভাই- বোনসহ অগণিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য, শাহজাহান ভূঁইয়া ছিলেন মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার জ্যেষ্ঠ পুত্র এবং ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মনা খার বড় ভাগ্নে। কিছুদিন আগে তার মেজো ভাই সেলিম ভূঁইয়া মৃত্যুবরণ করেন। তার আগে মারা যান আরেক ভাই চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান বাচ্চু। চার ভাইয়ের মধ্যে তিনজন অকালে চলে গেলেন। এখন বেঁচে আছেন ছোট ভাই আলহাজ্ব হারুন ভূঁইয়া।